মাথাপিছু আয়ে ভারতকে ছাড়ালো বাংলাদেশ

মাথাপিছু আয়ে ভারতকে ছাড়ালো বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২০২০-২১ অর্থবছরে মাথাপিছু আয়ে প্রতিবেশী দেশ ভারতকে পেছনে ফেলে এগিয়ে গেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে। অন্যদিকে ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সাময়িক হিসাবে বলা হয়, বর্তমানে বাংলাদেশের বার্ষিক মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ২২৭ মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৮ হাজার ৮৭৩ টাকা।

আরও পড়ুন:

 বঙ্গবন্ধু ‘জুলিও ক্যুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী আজ​ 

 ঘূর্ণিঝড়ের নাম বিতর্ক: যশ, ইয়াশ না ইয়াস?

 পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষেপে গেলেন সিএনএন’র সাংবাদিক

  কবিরা গুনাহের পরিচয় ও পরিণতি

অন্যদিকে ভারতের গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের মাথাপিছু আয় ১ হাজার ৯৪৭ ডলার। যা বাংলাদেশের চেয়ে ২৮০ ডলার কম। বাংলাদেশির মুদ্রায় ভারতের মাথাপিছু আয় ১ লাখ ৬৫ হাজার ১৭০ টাকা।

অর্থাৎ বাংলাদেশের একজন নাগরিক ভারতের একজন নাগরিকের চেয়ে বছরে ২৩ হাজার ৭৫৩ টাকা বেশি আয় করেন।

news24bd.tv নাজিম