ইসরায়েলকে বিভ্রান্ত করতে হামাসের নতুন কৌশল

ইসরায়েলকে বিভ্রান্ত করতে হামাসের নতুন কৌশল

অনলাইন ডেস্ক

অবরুদ্ধ গাজা থেকে ইসরায়েল যাতে কোনো তথ্য না পায় সেজন্য বিশেষ কৌশল গ্রহণ করেছে উপত্যকাটি নিয়ন্ত্রণকারী ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।

মিডলইস্ট মনিটর জানায়, এর অংশ হিসেবেই শনিবার তারা ইসরাইল যেসব স্থানে হামলা চালিয়েছে সেগুলো সম্পর্কে ফিলিস্তিনিদের কোনোপ্রকার কথা না বলার আহ্বান জানিয়েছে।

হামাসের ইন্টারনাল সিকিউরিটি এজেন্সি (আইএসএ) এক বার্তায় সতর্কতার মাত্রা বাড়ানোর জন্য ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস।

ইসরায়েল তার টার্গেট অর্থাৎ হামাসের চলাচল সম্পর্কে আরো তথ্য সংগ্রহ করতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করেছে বলেও জানিয়েছে তারা।


আরও পড়ুন


 আয়ারল্যান্ডে ইসরাইলি রাষ্ট্রদূতকে বহিষ্কারের দাবিতে ৫০ হাজার আবেদন

 শতবর্ষের প্রথা ভেঙে আশ্রমে ঢুকলো মাছ-মাংস

 লন্ডনে ক্যাফে খুলছেন সেই পাকিস্তানি 'ভাইরাল' চা ওয়ালা

 নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের


ইসরাইলি বিমান হামলায় হামাসের টানেল ও অস্ত্র গুদামের যে ক্ষতি হয়েছে, তা লুকানোর চেষ্টায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

ইসরায়েলি হামলায় আইএসএর সদরদফতরটি পুরোপুরি বিধ্বস্ত হয়ে গেছে বলেও জানিয়েছে একটি সূত্র।  

news24bd.tv / নকিব