নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরায় বরগুনা থেকে ৩৭ জেলে আটক

নিষেধাজ্ঞা চলাকালে মাছ ধরায় বরগুনা থেকে ৩৭ জেলে আটক

নিজস্ব প্রতিবেদক

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ শিকার করে ঘাটে ফেরার পথে তিন ট্রলারসহ ৩৭ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৩ মে) ভোর ৫টার দিকে বিষখালী নদীর পাথরঘাটার খাল থেকে তাদের আটক করা হয়।   

ট্রলারগুলো হলো-এফবি রহিমা, এফবি জাহানারা ও এফবি এনি।

এসব ট্রলারের মালিক ও জেলেদের বাড়ি পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকায়। জব্দ করা মাছসহ জেলেদের পাথরঘাটা মৎস্য অফিসে হস্তান্তর করে দক্ষিণ স্টেশন কোস্টগার্ড।

আরও পড়ুন

  ভারতফেরত যাত্রীদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে

  আমার পারিবারিক কথাগুলো ক্ষোভের বসবতি হয়ে বলেছি: কাদের মির্জা

  কন্ডিশনাল জামিনের মানে কি?

  শ্রীলঙ্কার জোড়া আঘাত, শূন্য রানে আউট মিঠুন

 

দক্ষিণ স্টেশন কোস্টগার্ড কমান্ডার লেফটেন্যান্ট শাহরিয়ার জানান, গভীর সমুদ্রে মাছ শিকার করে ওই জেলেরা ট্রলারসহ পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে বিক্রির জন্য নিয়ে আসছে। নিয়মিত টহলের সময় খবর পেয়ে ভোর ৫টার দিকে ট্রলার তিনটিসহ তাদের আটক করা হয়।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, মৎস্য আইন অনুযায়ী ট্রলার ও জেলেদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সকাল ১০টায় পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ করা মাছগুলো ওপেন ডাকে বিক্রি করা হয়েছে। পরে ৩৭ জেলেকে ছেড়ে দেওয়া হয়েছে।

news24bd.tv আহমেদ