বাগাতিপাড়ার সবজির দামে ধস, চাষিরা হতাশায়!

বাগাতিপাড়ার সবজির দামে ধস, চাষিরা হতাশায়!

Other

ঈদের পর থেকে নাটোরের বাগাতিপাড়ার বাজারে ব্যাপক সবজির আমদানি হচ্ছে। তবে চাহিদার তুলনায় আমদানী বেশী হওয়ায় সবজির দাম হঠাৎ পড়ে গেছে বলে, দাবি স্থানীয় কৃষিকর্তার। তাই উপযুক্ত দাম না পাওয়ায় হতাশা প্রকাশ করেছে স্থানীয় সবজি চাষিরা।  

সোনাপাতিল মহল্লার সবজী চাষি সাদেক আলী মণ্ডল জানায়, প্রতি কেজি ঢেঁড়স জমি থেকে সংগ্রহ করতে খরচ হচ্ছে ৬ টাকা কিন্তু বাজারে দাম পাচ্ছি ৮ থেকে ১০ টাকা, লেবু ২ টাকা পিচ, লাউ প্রতিটি ৫টাকা, বেগুন ও করলা ৮ থেকে ১৫ টাকা।

 

উপজেলার মালঞ্চী বাজারের আড়ৎদার রুপচাদ আলী জানায়, ঈদের কয়েকদিন ক্ষেত থেকে সবজি সংগ্রহ না করায় একসাথে বেশি আমদানি হয়েছে। লকডাউনের কারণে ব্যবসায়ীরা আসতে না পারায় বাজারে সবজির দাম পড়ে গেছে।  

উপজেলা কৃষি অফিসার মমরেজ আলী বলেন, আমাদের বাগাতিপাড়ায় সবজির চাষ ভাল হওয়া স্থানীয় বাজার গুলোতে আমদানী বেশি। তাই সবজির দামও কম।

রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কম খরচে পাঠাতে পারলে স্থানীয় সবজি চাষীরা আরও ভালো মূল্য পাবে বলেও মনে করেন তিনি।

news24bd.tv / কামরুল