আল্লাহর গুণবাচক নাম ‘আল-আউয়ালু’ জিকিরের ফজিলত

আল্লাহর গুণবাচক নাম ‘আল-আউয়ালু’ জিকিরের ফজিলত

অনলাইন ডেস্ক

আল্লাহ তাআলার ৯৯টি গুণবাচক নাম আছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে।  আল্লাহ তাআলার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’ একটি। এই নামের জিকিরের আমল ও ফজিলত তুলে ধরা হলো-

উচ্চারণ : ‘আল-আউয়ালু’

অর্থ : ‘সব কিছুর শুরু’

আল্লাহর ‍গুণবাচক নাম (اَلْمُوَخِّرُ)-এর আমল

ফজিলত:
>> যে ব্যক্তির ছেলে-মেয়ে না থাকে ওই ব্যক্তি ৪০দিন পর্যন্ত একাধারে ৪০ বার আল্লাহ তাআলার এ পবিত্র গুণবাচক নাম (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’ পাঠ করলে তার সন্তান লাভের মনোবাসনা পূর্ণ হবে।

আরও পড়ুন:

 ভারত এখন ‘ব্ল্যাক ফাঙ্গাস’ আর ‘মিউকরমাইকোসিস’ নিয়ে বিপদে আছে

 গাজায় সামরিক মহড়া চালাল হামাস

  ২৯ মে থেকে বিমানের সৌদিগামী ফ্লাইট শুরু

  ৬১ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস

 

>> আলেমদের অনেকে বলেছেন, ‘যদি কোনো ব্যক্তির কোনো কিছুর প্রয়োজন হয়; সে ব্যক্তি ৪০ জুমআর রাতে ১০০০ বার করে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নাম (اَلْاَوَّلُ) ‘আল-আউয়ালু’ পাঠ করলে তার সব প্রয়োজন পূর্ণ হয়ে যাবে।

news24bd.tv নাজিম