করোনা: দূরপাল্লার পরিবহন চালাতে মানতে হবে যে ৪ শর্ত

করোনা: দূরপাল্লার পরিবহন চালাতে মানতে হবে যে ৪ শর্ত

নিজস্ব প্রতিবেদক

শর্তসাপেক্ষে আজ থেকে সড়কে নামছে দূরপাল্লার গণপরিবহন। রোববার (২৩ মে) মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব রেজাউল ইসলামের সই করা এক প্রজ্ঞাপনে জানানো হয়, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চলমান বিধিনিষেধ আগামী ৩০ মে পর্যন্ত আরেক দফা বাড়ানো হয়েছে। তবে এই বিধিনিষেধের মধ্যে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন শর্তসাপেক্ষে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

সরকারের এমন সিদ্ধান্তের পরপরই বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাংগঠনিক চিঠিতে সব জেলার বাস মালিকদের সোমবার (২৪ মে) থেকে দূরপাল্লার গণপরিবহন চালু করার বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ২৩ মে মধ্যরাত অর্থাৎ ২৪ মে থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন নিম্নোক্ত শর্তসাপেক্ষে চলাচল করতে পারবে- 

১. কোনোভাবেই সংশ্লিষ্ট মোটরযানের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে উল্লেখিত মোট আসন সংখ্যার অর্ধেকের (৫০ ভাগ) বেশি যাত্রী বহন করা যাবে না।

২. কোনোভাবেই সমন্বয়কৃত ভাড়ার (বিদ্যমান ভাড়ার ৬০ ভাগ বৃদ্ধি) অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না।

আরও পড়ুন:

 ভারত এখন ‘ব্ল্যাক ফাঙ্গাস’ আর ‘মিউকরমাইকোসিস’ নিয়ে বিপদে আছে

 গাজায় সামরিক মহড়া চালাল হামাস

আল্লাহর গুণবাচক নাম ‘আল-আউয়ালু’ জিকিরের ফজিলত

  ২৯ মে থেকে বিমানের সৌদিগামী ফ্লাইট শুরু

 

৩. ট্রিপের (যাত্রা) শুরু ও শেষে জীবাণুনাশক দিয়ে গাড়ি জীবাণুমুক্ত করতে হবে।

৪. পরিবহন সংশ্লিষ্ট মোটরযান চালক, অন্যান্য শ্রমিক কর্মচারী ও যাত্রীদের বাধ্যতামূলক মাস্ক পরিধান ও হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে হবে।

news24bd.tv নাজিম