ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনা, ৫ ইসরায়েলিসহ ১৪ জন নিহত

ইতালিতে ক্যাবল কার দুর্ঘটনা, ৫ ইসরায়েলিসহ ১৪ জন নিহত

অনলাইন ডেস্ক

ইতালির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকের কাছে একটি ক্যাবল কার দুর্ঘটনায় ৫ ইসরায়েলিসহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৩ মে) এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সরকারি কর্মকর্তারা জানায়, ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে দুই শিশুও রয়েছে। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর পাঁচ ও নয় বছর বয়সী শিশু দুটির মৃত্যু হয়।

স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। দেশটির জরুরি সেবা বিভাগ থেকে প্রকাশিত ছবিতে ক্যাবল কারটির ধ্বংসাবশেষ পড়ে থাকতে দেখা যায়।


আরও পড়ুন


ফিলিস্তিনে নিপীড়ন নিয়ে সাবেক ইসরায়েলি পাইলটের স্বীকারোক্তি

ইসরায়েলকে বিভ্রান্ত করতে হামাসের নতুন কৌশল

রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ হচ্ছে যুদ্ধ-রোবট, গণ উৎপাদন শুরু

নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের


বার্তা সংস্থা রয়টার্স জানায়, কারটির ভেতর থেকে ১১ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।

ক্যাবল কারটি পর্বতের শীর্ষ থেকে প্রায় ৩০০ মিটার (৯৮৪ ফুট) উপরে ছিল বলে স্থানীয় প্রতিবেদনে জানা যায়।

news24bd.tv / নকিব