ঘূর্ণিঝড় ইয়াস: গতিবেগ হতে পারে ১০০ কিলোমিটার পর্যন্ত

ঘূর্ণিঝড় ইয়াস: গতিবেগ হতে পারে ১০০ কিলোমিটার পর্যন্ত

অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা আরও পরিণত হয়েছে। এটি আরো শক্তি সঞ্চয় করে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার কথা রয়েছে বলে আজ সোমবার জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী বুধবার বিকাল নাগাদ এটি বাংলাদেশের উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ বজলুর রশীদ।

তিনি গণমাধ্যমকে বলেন, ‘এটি সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা কম।

এর সর্বোচ্চ গতিবেগ ১০০ কিলোমিটার পর্যন্ত হতে পারে বলে আমরা ধারণা করছি। ’


আরও পড়ুন


 ছড়িয়ে পড়া নগ্ন ওই ভিডিওতে আমি ছিলাম না: রাধিকা আপ্তে

 ইসরাইলি হামলার বিচার চেয়ে আন্তর্জাতিক আদালতে যাওয়ার ঘোষণা ফিলিস্তিনের

 নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের

 এবার ‘কাকলী ভাইরাসে’ আক্রান্ত ঋতাভরী চক্রবর্তী (ভিডিও)


চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ইতিমধ্যেই এক নম্বর দুরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এই অবস্থায় গভীর সমুদ্র থেকে সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে উপকূলে ফিরে আসার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

news24bd.tv / নকিব