মাদ্রাসা ছাত্রদের প্রায় রাতেই বলাৎকার করতেন অধ্যক্ষ, অবশেষে ধরা

মাওলানা দেলওয়ার হোসেন

মাদ্রাসা ছাত্রদের প্রায় রাতেই বলাৎকার করতেন অধ্যক্ষ, অবশেষে ধরা

নিজস্ব প্রতিবেদক

সিলেটের দক্ষিণ সুরমায় শিশুশিক্ষার্থীদের বলাৎকারের অভিযোগে মাওলানা দেলওয়ার হোসেন নামে মাদ্রাসার এক অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

গতকাল রাতে দক্ষিণ সুরমার মেনিখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়।

অভিযুক্ত মাওলানা দেলওয়ার হোসেন, সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফুলসাইন্দ গ্রামের সৈয়দ আবু বাক্করের ছেলে। তিনি দক্ষিণ সুরমার মেনিখলার শাহজালাল তমজিদিয়া মাদ্রাসার অধ্যক্ষ।

পুলিশ জানায়, ওই মাদ্রাসায় রাতযাপনকারী শিশু শিক্ষার্থীদের প্রায় রাতে অধ্যক্ষ তার কক্ষে ডেকে নিয়ে বলাৎকার করতেন। গত শনিবার বিষয়টি সহ্য করতে না পেরে এক শিক্ষার্থী তার অভিভাবককে জানায়।

পরে আরও কয়েকজন শিশুও এমন অভিযোগ করে তাদের অভিভাবকের কাছে। বিষয়টি অভিভাবকদের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে রোববার (২৩ মে) রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালিয়ে মাদ্রাসা থেকে মাওলানা দেলওয়ার হোসেনকে আটক করা হয়।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. মনিরুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন:

 বঙ্গবন্ধু ‘জুলিও ক্যুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী আজ​ 

 ঘূর্ণিঝড়ের নাম বিতর্ক: যশ, ইয়াশ না ইয়াস?

 পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষেপে গেলেন সিএনএন’র সাংবাদিক

  কবিরা গুনাহের পরিচয় ও পরিণতি

তিনি জানান, মাদ্রাসাটির অধ্যক্ষ মাওলানা দেলওয়ার হোসেন প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিজের দোষ স্বীকার করেছেন। তাকে থানাহাজতে রাখা হয়েছে। সোমবার (২৪ মে) তাকে আদালতে পাঠানো হবে।

news24bd.tv নাজিম