এসির ক্ষতি থেকে ত্বকের সুরক্ষায় ৭টি ঘরোয়া টিপস

এসির ক্ষতি থেকে ত্বকের সুরক্ষায় ৭টি ঘরোয়া টিপস

অনলাইন ডেস্ক

দীর্ঘদিন এসিতে থাকলে ত্বকের সমস্যা হতে পারে। এমনকি অল্প বয়সে ত্বক কুচকে বয়সের ছাপও পড়ে যেতে পারে। কিছু ঘরোয়া টিপস মেনে চললে এই সমস্যা থেকে মুক্ত থাকা সম্ভব। এমনকি এসিতেও আপনার ত্বক থাকবে সতেজ।

 

টিপসগুলো জেনে নেওয়া যাক:

১. কমলালেবুর রস মিশিয়ে মাঝে মধ্যে মুখে লাগান। এতে ত্বক নরম ও মসৃণ হয়।

২. অন্ততপক্ষে প্রতি মাসে একদিন ফেসিয়াল করুন। এতে আপনার ত্বক সুরক্ষিত থাকবে।

৩. নিয়মিত মুখে ও গলায় ময়শ্চারাইজিং লোশন বা ক্রিম লাগতে পারেন। এতে ত্বক শুষ্ক হবে না।

৪. সাবানের পরিবর্তে ক্লিনজিং মিল্ক বা জেল দিয়ে মুখ পরিষ্কার করুন। কারণ সাবান ত্বককে শুষ্ক করে।

৫. ত্বক মসৃণ, টানটান এবং উজ্জ্বল রাখার জন্য টোনিং করুন। এরজন্য তুলায় গোলাপ জল দিয়ে মুখ মুছে নিতে পারেন।

আরও পড়ুন:

 বঙ্গবন্ধু ‘জুলিও ক্যুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী আজ​ 

 ঘূর্ণিঝড়ের নাম বিতর্ক: যশ, ইয়াশ না ইয়াস?

 পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষেপে গেলেন সিএনএন’র সাংবাদিক

  কবিরা গুনাহের পরিচয় ও পরিণতি

 

৬. এসিতে থাকলে দুই ঘণ্টা অন্তর অবশ্যই ময়শ্চারাইজার লাগান। এটি ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

৭.  সারারাত এসি চালিয়ে ঘুমাবেন না। ফ্যান চালান। ঘুমোবার আগে ২০ মিনিট এসি চালিয়ে রুম ঠাণ্ডা করে নিন। এরপর ফ্যান চালিয় ঘুমান।

news24bd.tv নাজিম