যশোরে ফলন কম হলেও আর্থিকভাবে লাভবান লিচু চাষিরা

Other

যশোরে জমে উঠেছে মৌসুমী ফল লিচুর বাজার। দাম কিছুটা বেশি হলেও কমতি নেই ক্রেতার। বৈরী আবহাওয়ার কারণে এ বছর ফলন কম হলেও বাজার দর চড়া থাকায় আর্থিকভাবে লাভবান হচ্ছেন লিচু চাষিরা।  

যশোর সদর ও বাঘারপাড়া লিচু চাষের জন্য বিখ্যাত।

এ অঞ্চলের দরাজহাট, বাহাদুরপুর, চৌগাছাসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে লিচু চাষ করছেন এ অঞ্চলের কৃষকরা।

কৃষকরা জানান, প্রতিবছর এখানে আশানুরুপ লিচুর উৎপাদন হলেও  বৈরি আবহাওয়ার কারণে এ বছর ফলন কম হয়েছে । তবে বাজার দর ভাল থাকায় লাভের মুখ দেখছেন তারা।

আরও পড়ুন:

 বঙ্গবন্ধু ‘জুলিও ক্যুরি’ শান্তি পদক প্রাপ্তির ৪৮তম বার্ষিকী আজ​ 

 ঘূর্ণিঝড়ের নাম বিতর্ক: যশ, ইয়াশ না ইয়াস?

 পাক পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে ক্ষেপে গেলেন সিএনএন’র সাংবাদিক

  কবিরা গুনাহের পরিচয় ও পরিণতি

   

এখানকার লিচুর মান ভাল হওয়ায় পাইকাররা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায়।

তবে লিচুর দর বেশি থাকায় লোকসান গুনতে হচ্ছে এমন অভিযোগ ব্যবসায়ীদের।

যশোরে পাইকেরি বাজারে মানভেদে প্রতিহাজার লিচু বিক্রি হচ্ছে ২ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত।

news24bd.tv নাজিম