প্রচণ্ড গরমে হাপিয়ে উঠছে যশোরবাসী

প্রচণ্ড গরমে হাপিয়ে উঠছে যশোরবাসী

Other

প্রচণ্ড তাপদাহে পুড়ছে যশোর অঞ্চল। মাত্রারিক্ত গরমের কারণে নাকাল খেটে খাওয়া মানুষ। তীব্র গরমে দেখা দিয়েছে নানা ধরনের শারীরিক সমস্যা। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না সাধারণ মানুষ।

 

যশোর আবহাওয়া অধিদফতরের তথ্য মতে গত ১৮ মার্চ ৩৯ ডিগ্রি, ১৯ মার্চ ৩৮.৪ ডিগ্রি, ২০ মার্চ ৩৯ ডিগ্রি, ২১ মার্চ ৩৮.৪ ডিগ্রি, ২২ মার্চ ৩৯.৬ ডিগ্রি ও ২৩ মার্চ ৩৯.২ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ তাপদাহ চলবে আরও কয়েকদিন দিন।  

ফলে খাঁ খাঁ রোদে পুড়ছে গোটা যশোর অঞ্চল। সকাল থেকেই সূর্যের বিচ্ছুরণে মধ্যবেলায় প্রকৃতি নেয় অগ্নিরূপ।

ভ্যাপসা গরমে একটু প্রশান্তির আশায় কেউ কেউ ভিড় জমাচ্ছেন সরবতের দোকানে। কাঠফাটা রোদে চিল-চাতকের মত হাঁসফাঁসে ওষ্ঠাগত হয়ে উঠেছে সকল শ্রেণীর মানুষের জীবন।

news24bd.tv / কামরুল