দেড় মাস পর খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

দেড় মাস পর খুলনা থেকে দূরপাল্লার বাস চলাচল শুরু

Other

প্রায় দেড় মাস পর খুলনা থেকে দূরপাল্লার সব রুটে পরিবহন চলাচল শুরু হয়েছে। আজ সোমবার ভোর থেকে ঢাকা, চট্টগ্রামসহ দূর পাল্লার বিভিন্ন রুটে বাস চলাচল শুরু হয়।  

বাস মালিকরা জানান, দূরপাল্লার পরিবহন চলাচল শুরু হলেও খুলনায় প্রথম দিনে যাত্রী তেমন ছিল না। বাসের অর্ধেকের বেশি সিট খালি থাকছে।

বাসের প্রতিটি যাত্রীকে মাস্ক ব্যবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখতে ব্যবস্থা নেওয়া হয়েছে।  

এদিকে যাত্রীদের অভিযোগ বাস্ট্যান্ড থেকে অতিরিক্ত ভাড়ায় অর্ধেক যাত্রী নিয়ে বাস যাত্রা শুরু করলেও পথে পথে অসংখ্য যাত্রী বাসে তোলা হয়। এতে শারীরিক দূরত্ব মানা হয় না।  

খুলনা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি নূরুল ইসলাম বেবি জানান, করোনাকালে যাত্রী সংখ্যা কমেছে।

এতে দূরপাল্লার রুটে বাস চলাচল শুরু হলেও যাত্রীর অভাবে মালিকপক্ষকে লোকসান গুনতে হচ্ছে।  

তিনি বলেন, যাত্রীরা ৬০ ভাগ ভাড়া দিয়ে বাসে উঠবে এবং অবশ্যই মুখে মাস্ক ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।  

news24bd.tv / কামরুল