কে এই ইমাম মাহদি দাবীদার

কে এই ইমাম মাহদি দাবীদার

অনলাইন ডেস্ক

মক্কায় মসজিদুল হারামের এক ইমামকে হামলার চেষ্টা করায় এক সশস্ত্র ব্যক্তিকে গ্রেফতার করে সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী। মসজিদুল হারামে ইমামের ওপর হামলা চেষ্টা রুখে দিয়ে প্রশংসায় ভাসছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তাকে ‘হিরো’ সম্বোধন করছেন নেটিজেনরা।

নিরাপত্তা বাহিনীর ভিডিও ফুটেজে দেখা গেছে, ইমাম শেখ বন্দর বালীলাহ জুমার খুতবা দেওয়ার সময় এক ব্যক্তি দ্রুত তার দিকে ধাবিত হন।

কিন্তু নিরাপত্তা বাহিনী তাকে গ্রেফতার করে জেলে নিয়ে যায়।  

শুক্রবার (২১ মে) কাবা প্রাঙ্গণে জুমার নামাজের খুতবা চলাকালে ইমামের ওপর হামলার চেষ্টাকালে ওই যুবককে গ্রেফতার করা হয়। ইমামের দিকে তেড়ে যাওয়া ব্যক্তিটি প্রতিশ্রুত ইমাম মাহদির দাবিদার ছিল বলে আরব নিউজ জানিয়েছে।  

প্রাথমিক তদন্তে সৌদি পুলিশ জানিয়েছে, হামলার চেষ্টা করা ব্যক্তিটি ৪০ বছর বয়সী একজন সৌদি নাগরিক।

তিনি নিজেকে প্রতিশ্রুতি ইমাম মাহদি বলে দাবি করেছেন।  

হারামাইন শরিফাইনের অফিসিয়াল টুইটার পেজে জানানো হয়, জুমার আগে কাবার ইমাম শেখ বালিলাহ খুতবা দিচ্ছিলেন।   এ সময় ইহরাম বাঁধা এক ব্যক্তি তার দিকে আক্রমণাত্বকভাবে তেড়ে যান। তাৎক্ষণিকভাবে সিকিউরিটি অফিসার মুহাম্মাদ আল জাহরানী তাকে জাপটে ধরে মাটিতে শুইয়ে দেন।

প্রসঙ্গত, পবিত্র কাবায় এ পর্যন্ত অনেক মানুষ নিজেদের ইমাম মাহদি বলে দাবি করেছে। এ নিয়ে ছোট-বড় ভয়ংকর পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল।

ভিডিও দেখতে এখানে ক্লিক করুন

news24bd.tv/আলী