সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন দৌড়ঝাঁপ

Other

সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য হওয়া সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে অন্তত ডজনখানেক নেতা দৌড়ঝাঁপ শুরু করেছেন। এ উপ-নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি।  

এ অবস্থায় শূন্য মাঠে গোল দিতে মরিয়া আওয়ামী লীগ নেতারা কৌশলে চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। ছুটছেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের দাঁড়ে দাঁড়ে।

তবে কে হচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী তা নিয়ে চলছে বিশ্লেষণ।  

দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। গেল ১১ মার্চ সরকারদলীয় এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী করোনা আক্রান্ত হয়ে মারা গেলে শূন্য হয় আসনটি। এর পর থেকেই শুরু হয় মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ।

এ তালিকায় রয়েছেন ডজন সংখ্যক নেতা। মাঠ পর্যায়ে চালিয়ে যাচ্ছেন প্রচার প্রচারণা।  

এ উপ-নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এ অবস্থায় আওয়ামী লীগ নেতারা দলের কাছে তুলে ধরছেন নিজেদের অবস্থান। দলীয় পদপদবী ছাড়াও আওয়ামী পেশাজীবী সংগঠনের নেতারাও নেমেছেন ভোটযুদ্ধে। দিচ্ছেন নানা প্রতিশ্রুতিও।

উপ-নির্বাচনকে সামনে রেখে পিছিয়ে নেই প্রবাসী আওয়ামী লীগের নেতারও। কেন্দ্রীয়ভাবে তারাও করছেন জোর লবিং।  

আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হিসাবে গুঞ্জন রয়েছে প্রয়াত সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরীর সহধর্মিণী ফারজানা সামাদ চৌধুরীর নামও। এছাড়াও জেলা আওয়ামী লীগ ও যুবলীগের বেশ কয়েকজন নেতা চালাচ্ছেন প্রচারণা। পাশাপাশি জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমানও মহাজোটের প্রার্থী হতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

news24bd.tv / কামরুল