পদ্মা-মেঘনা নদীতে পাওয়া যাচ্ছে না কাঙ্খিত ইলিশ

Other

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়া যাচ্ছে না। নদীতে গিয়ে খরচ তুলতে না পারায় হতাশ জেলেরা। আড়তদাররা বলছেন এ বছর নদীতে মাছ কম। এখন ইলিশ কম পাওয়া গেলেও ভরা মৌসুমে মাছ ধরা পড়বে এমন আশা করছেন  ইলিশ গবেষকরা।

চাঁদপুরের পদ্মা- মেঘনা নদী থেকে খালি হাতে ফিরছেন জেলেরা। যে পরিমাণে মাছ পাওয়া যায় তা দিয়ে নৌকার জ্বালানী খরচ তোলাই কঠিন হয়ে পড়ছে। এতে দৈনন্দিন সংসার খরচ মেটাতে বিপাকে পড়েছেন তারা।

অবশ্য আড়ৎদাররাও বলছেন, বিগত বছর গুলোতে এ সময়ে প্রচুর ইলিশ ঘাটে আসতো।

কিন্তু এবার নদীতে মাছ নেই। এ অবস্থায় লোকসান গুনতে হচ্ছে তাদেরও।  

সংশ্লিস্টরা বলছেন, মে, জুন, জুলাই  এই ৩ মাস ইলিশের ভরা মৌসুম নয়। পরিভ্রমণশীল স্বভাবের ইলিশ সাগর থেকে মোহনা হয়ে পদ্মা-মেঘনা হয়ে চলাচল করে থাকে। পর্যাপ্ত বৃষ্টি-পাতে পানি প্রবাহ বাড়লে পদ্মা-মেঘনা নদীতে কাঙ্খিত ইলিশ পাওয়া যাবে ।  

চাঁদপুর মৎস্য আড়তে পাইকারি দরে ১ কেজির একটু বেশি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২’হাজার থেকে আড়াই হাজার টাকায় আর ,৭শ /৮’ শ গ্রাম ১৫শ থেকে /১৮’শ টাকা এবং ৫/৬’শ গ্রাম হাজার/১২’শ টাকা  দামে।

news24bd.tv / কামরুল