বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় যশ

Other

বঙ্গোপসাগরের গভীরে সৃষ্ট নিম্নচাপ যশ ঘূর্ণিঝড়ে নিয়েছে। সবশেষ সুপার সাইক্লোনে রূপ নেওয়ার আশঙ্কা অনেকটা কমেছে। এটি উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ভারতের উড়িষ্যা উপকূলের দিকে যাচ্ছে। তবে গতিপথ পরিবর্তন হলে বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোয় আঘাত হানবে।

সোমবার ঘূর্ণিঝড় নিয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।

তবে এদিন সচিবালয়ে এক ব্রিফিংয়ে দুযোগ ব্যবস্থা প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আঘাত হানার সম্ভাবনা নেই। তবে সার্বিক প্রস্তুতি থাকছে।

বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ যশ ঘূর্ণিঝড়ে রুপ নিয়েছে।

তবে সুপার সাইক্লোন এ রুপ নেওয়ার সম্ভাবনা অনেকটা কমেছে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ ৬২ কিলোমিটার যা ঝড়ো হাওয়া আকারে ৮৮ কিলোমিটার গতি বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র বন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সোমবার ঘূর্ণিঝড় যশের অবস্থান এবং গতিপথ নিয়ে ব্রিফ করে আবহাওয়া অফিস। জানায়, এর গতিপথ পরিবর্তন হয়ে উত্তর-পূর্ব দিকে অগ্রসর হলে, বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জেলাগুলোয় আঘাত হানবে।

বাংলাদেশ আঘাত হানার সম্ভাবনা কমলেও সার্বিক সতর্কতামূলক ব্যবস্থা ও প্রস্তুতি রয়েছে সরকারের। দুপুরে সচিবালয়ে একথা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী।

ঘূর্ণিঝড়ের প্রভাবে দেশের বিভিন্ন জেলায় মোঙ্গলবার থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বুধবারের পর তাপদাহ অনেকটা কমে আসবে বলে ধারণা করছে আবহাওয়া অফিস।

news24bd.tv তৌহিদ