টাইগারদের সামনে বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি

টাইগারদের সামনে বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি

অনলাইন ডেস্ক

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৩০ রানে জয় পায় বাংলাদেশ। আজ দুপুরে সিরিজ জয়ের লক্ষ্যে মাঠে নামছে টাইগাররা। বাংলাদেশের সামনে আজ সিরিজ জয়ের পাশাপাশি বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি। ওয়ানডে সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কাকে হারিয়ে ১০ পয়েন্ট নিয়ে আইসিসির বিশ্বকাপ সুপার লিগ পয়েন্ট টেবিলের চার নম্বরে উঠে গেছে বাংলাদেশ।

দুপুর ১টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।   ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস ও গাজী টিভি।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে জিতলেই আইসিসি ক্রিকেট বিশ্বকাপের সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৭ ম্যাচে ৪ জয়ে ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশ এখন আছে চারে।

শীর্ষে থাকা ইংল্যান্ড দুই ম্যাচ বেশি খেলে সমান সংখ্যক পয়েন্ট পেয়েছে। আজকের ম্যাচটি জিতলে শীর্ষস্থানে জায়গা করে নিবে টাইগাররা।

সমান ৪০ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে আরও আছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কা হারলে পেছনে পড়বে তারা। ২০২৩ বিশ্বকাপের বাছাই পর্ব হচ্ছে এই সুপার লিগ। বাছাইপর্ব এড়াতে হলে এই লড়াইয়ে সেরা আট দলের মধ্যে থাকতে হবে, যেখানে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ।  

আরও পড়ুন:

 ইয়োসি কোহেনকে মোসাদ প্রধানের পদ থেকে সরিয়ে দিলেন নেতানিয়াহু 

 ঘূর্ণিঝড়ের নাম বিতর্ক: যশ, ইয়াশ না ইয়াস?

 যে কারণে গ্রেপ্তার মুফতি আমির হামজা

 আজ ঢাকার যেসব মার্কেট বন্ধ

 সুরা লাহাবের বাংলা অর্থ ও উচ্চারণ

 

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজকে ৩ ওয়ানডেতে হারিয়ে ৩০ পয়েন্ট পায় বাংলাদেশ। তবে নিউ জিল্যান্ডে গিয়ে হাতছাড়া হয়েছে ৩০ পয়েন্ট। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডে জিতে আরও ১০ পয়েন্ট যুক্ত করে বাংলাদেশ। এবার সামনে এগিয়ে যাওয়ার পালা। শেষ দুই ম্যাচে ২০ পয়েন্ট বরাদ্দ। দুটি ম্যাচ জিতলে শীর্ষস্থানে উঠার পাশাপাশি নিজেদের অবস্থানও মজবুত করতে পারবে বাংলাদেশ।

সিরিজ জয়ের লক্ষ্যে দুপুরে মাঠে নামছে টাইগাররা

news24bd.tv নাজিম