দেশ ছাড়ার প্রবণতা শুধু তরুণদের নয়, প্রত‍্যেক পেশাজীবীদেরও

দেশ ছাড়ার প্রবণতা শুধু তরুণদের নয়, প্রত‍্যেক পেশাজীবীদেরও

Other

দেশ ছাড়ার প্রবণতা শুধু তরুণদের মধ‍্যে নয়। এই প্রবণতা প্রত‍্যেকটা পেশাজীবীদের মধ‍্যেই দেখা যায়। ত্রিশ বছর দেশে আমলা ছিলেন, রিটার্য়াড করে বিদেশে স্থায়ী হয়ে গেছেন। আমি ব‍্যক্তিগতভাবে কয়েকজনকে দেখেছি।

দেশ ত‍্যাগের প্রবণতা আছে শিল্পী, সাংবাদিক, ব‍্যবসায়ী, রাজনীতিক, শিক্ষক, সামরিক অফিসার এমন প্রতিটি পেশাজীবীদের মধ‍্যে। সত্তর-আশির দশকেও এতোটা ঝোঁক ছিলো না।

সব শ্রেণীর, সব পেশার মানুষ দেশ ছাড়তে ব‍্যাকুল হলে—সেটা কিন্তু সমাজের জন‍্য ভালো লক্ষণ নয়।  

এখন এতো বাড়লো কেন? আপনার কি মনে হয়? এগুলো নিয়ে কি স্টাডি হয়?

news24bd.tv আহমেদ

আরও পড়ুন

  প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘ইয়াস’

  টাইগারদের সামনে বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি

  ইয়োসি কোহেনকে মোসাদ প্রধানের পদ থেকে সরিয়ে দিলেন নেতানিয়াহু

  জাতীয় কবি কাজী নজরুলের ১২২তম জন্মবার্ষিকী আজ

 

সম্পর্কিত খবর