সেনাবাহিনীর হাতে আটক মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী

সেনাবাহিনীর হাতে আটক মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী

অনলাইন ডেস্ক

মালির অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে আটক করেছে দেশটির মালির সামরিক বাহিনী। অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভায় রদবদল করার পর এই আটক অভিযান চালানো হয়। বেশ কয়েকটি কূটনৈতিক এবং সরকারি সূত্র বার্তা সংস্থা  রয়টার্সকে এ খবর নিশ্চিত করেছে।

সূত্রগুলো জানিয়েছে, প্রেসিডেন্ট বাহ এনদাও, প্রধানমন্ত্রী মোখতার উয়ানে এবং প্রতিরক্ষামন্ত্রী সোলাইমান ডোকুরেকে রাজধানী বামাকোর বাইরে কাটি সামরিক ঘাঁটিতে নেয়া হয়েছে।

আরও পড়ুন

  ভারতীয় সিরিয়ালের আলোচিত সেই জবার সঙ্গে নোবেলের ছবি ভাইরাল

  দেশ ছাড়ার প্রবণতা শুধু তরুণদের নয়, প্রত‍্যেক পেশাজীবীদেরও

  প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘ইয়াস’

  টাইগারদের সামনে বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি

 

মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষামন্ত্রীকে আটকের এই ঘটনা নতুন করে দেশটির রাজনৈতিক পরিবেশ অনিশ্চিত করে তুলল। গত আগস্ট মাসে সামরিক অভ্যুত্থান হয় এবং অভ্যুত্থানের মাধ্যমে প্রেসিডেন্ট ইব্রাহিম বুবাকারকে ক্ষমতাচ্যুত করা হয় ।

এনদাও এবং উয়ানে ১৮ মাস মেয়াদি অন্তর্বর্তী সরকারের কাজকর্ম দেখাশুনা করছিলেন এবং তারা দেশে আবার বেসামরিক শাসন ফিরিয়ে আনার প্রচেষ্টা চালাচ্ছিলেন। কিন্তু অন্তর্বর্তী সরকারের মন্ত্রিসভা থেকে দুই সেনা সদস্যকে সরিয়ে দেয়ার পর প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে আটক করা হয়।

সূত্র: পার্সটুডে।

news24bd.tv আহমেদ