বশেমুরকৃষি‌’তে দ্বিতীয় মেয়াদে ভিসি হলেন ড. গিয়াস উদ্দিন মিয়া

বশেমুরকৃষি‌’তে দ্বিতীয় মেয়াদে ভিসি হলেন ড. গিয়াস উদ্দিন মিয়া

Other

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) বর্তমান ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়াকে দ্বিতীয় মেয়াদে ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। বশেমুরকৃবি’র উপ-পরিচালক (জনসংযোগ) মো. মাহফুজ-উল-আলম সোমবার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বর্তমান ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার গতিশীল নেতৃত্ব বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমসহ গবেষণার মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। এজন্য শিক্ষা মন্ত্রণালয় ও প্রধানমন্ত্রীর সুপারিশক্রমে রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর তাকে দ্বিতীয় মেয়াদে চার বছরের জন্য ভাইস-চ্যান্সেলর হিসেবে নিয়োগ প্রদান করেছেন, যা তার বর্তমান মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর (১১ জুন ২০২১) হতে কার্যকর হবে।

আরও পড়ুন

  পাসপোর্ট থেকে ইসরাইলের নাম বাদ পড়ায় হতাশ ফিলিস্তিনের রাষ্ট্রদূত

  শক্তি বাড়িয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ‘ইয়াস’

  চাঁপাইনবাবগঞ্জে ৭ দিনের লকডাউন শুরু

  সেনাবাহিনীর হাতে আটক মালির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী

 

তিনি আরো জানান, রাষ্ট্রপতি’র এ নিয়োগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ছাত্রছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে আনন্দের বন্যা বইছে। বিশ্ববিদ্যালয় পরিবার মনে করছে, তার গতিশীল নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সার্বিক গতিশীলতা অব্যাহত থাকবে ও ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে।

ভাইস-চ্যান্সেলর তার এ দ্বিতীয় মেয়াদের নিয়োগের জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

news24bd.tv আহমেদ