এডজাস্ট ফ্যান পরিষ্কার করার ঘরোয়া টিপস

এডজাস্ট ফ্যান পরিষ্কার করার ঘরোয়া টিপস

অনলাইন ডেস্ক

রান্নাঘরের গরম থেকে নিস্তার পেতে অনেকেই এডজাস্ট ফ্যান ব্যবহার করেন। এটি দেয়ালে এবং ব্যবহার্য জিনিসপত্রে যে তেল চিটচিটে ভাব দেখা দেয় তা দূর করতে সহায়তা করে।

এডজাস্ট ফ্যান পরিষ্কার করা জরুরি। চলুন তবে জেনে নেয়া যাক সহজ উপায়ে এডজাস্ট ফ্যান পরিষ্কার করার কৌশলটি-   

প্রথমে একটি বাটিতে দুই টেবিল চামচ ডিটারজেন্ট পাউডার, দুই টেবিল চামচ ভিনেগার, একটি লেবুর রস ও এক কাপ পানি একসঙ্গে মিশিয়ে একটি স্প্রে বোতলে ঢেলে নিন।

 

আরও পড়ুন:

 প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘ইয়াস’​ 

 ইয়োসি কোহেনকে মোসাদ প্রধানের পদ থেকে সরিয়ে দিলেন নেতানিয়াহু 

 টাইগারদের সামনে বিশ্বকাপ সুপার লিগে শীর্ষে ওঠার হাতছানি

 যে কারণে গ্রেপ্তার মুফতি আমির হামজা

 

 

এবার ওই স্প্রে দিয়ে ফ্যানের পাখাগুলো স্প্রে করে দুই মিনিট অপেক্ষা করুন। দুই মিনিট পর ঘষে ঘষে পরিষ্কার করুন। শক্ত ময়লাগুলো দূর করতে ব্রাশ ব্যবহার করুন। এবার একটি শুকনো কাপড় দিয়ে ফ্যানটিকে পরিষ্কার করে ফেলুন।

news24bd.tv নাজিম