আজ দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

আজ দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

অনলাইন ডেস্ক

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে আজ মঙ্গলবারও (২৫ মে) দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি ও ঝড়ো বাতাস হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের রাজশাহী, রংপুর, বগুড়া, টাঙ্গাইল, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, খুলনা, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, ময়মনসিংহ এবং সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি এবং অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া বইতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর জন্য বলা হয়েছে।

এক সপ্তাহ দাবদাহের পর সোমবার (২৪ মে) সন্ধ্যায় রাজধানীতে স্বস্তির বৃষ্টি হয়।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশীদ জানিয়েছেন, আগামী কয়েক দিন দেশে টানা বৃষ্টি হবে।


আরও পড়ুন


ফিলিস্তিনে নিপীড়ন নিয়ে সাবেক ইসরায়েলি পাইলটের স্বীকারোক্তি

ইসরায়েলকে বিভ্রান্ত করতে হামাসের নতুন কৌশল

রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ হচ্ছে যুদ্ধ-রোবট, গণ উৎপাদন শুরু

নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের


ঘূর্ণিঝড় ইয়াস দেশের উপকূলে আঘাত না করলেও ২৭ মে পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হবে বলে জানান তিনি।

news24bd.tv / নকিব