খুলনায় গৃহহীনদের জন্য নির্মিত ঘরের মান যাচাই করলেন জেলা প্রশাসক

খুলনায় গৃহহীনদের জন্য নির্মিত ঘরের মান যাচাই করলেন জেলা প্রশাসক

Other

খুলনায় দ্বিতীয় পর্যায়ে ১৩৫১ জন ভূমিহীন ও গৃহহীনকে পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ঘর উপহার দেওয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লাখ ৯০ হাজার টাকা করে মোট ব্যয় হচ্ছে ২৫ কোটি ৬৬ লাখ ৯০ হাজার টাকা।

এর মধ্যে ডুমুরিয়ায় ৫০০টি ঘর, রূপসায় ২১৫টি, পাইকগাছায় ৩০০টি ঘর, দাকোপে ২০০টি ঘর, তেরখাদায় ৪০টি, বটিয়াঘাটা ৩০টি, কয়রা ৩০টি, দিঘলিয়ায় ৩০টি ঘর ও ফুলতলায় ৬টি ঘর নির্মাণাধীন রয়েছে।

এদিকে সরেজিমনে নির্মাণাধীন এসব ঘরের নির্মাণ কাজ পরিদর্শন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন।

মঙ্গলবার ফুলতলায় নির্মিত ঘর পরিদর্শনকালে তিনি এর গুনগত মান ও উপকরণ সামগ্রী মাণসম্মত কিনা যাচাই করেন।

আরও পড়ুন

  ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে খুলনায়

  ব্লাক ও হোয়াইটের পর এবার ইয়োলো ফাঙ্গাসের হানা, উদ্বেগ চরমে

  সাতক্ষীরায় শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: হাইকোর্টে ৭ জনের জামিন

  বশেমুরকৃষি‌’তে দ্বিতীয় মেয়াদে ভিসি হলেন ড. গিয়াস উদ্দিন মিয়া

 

এছাড়া যথাযথ পদ্ধতিতে ঘর নির্মাণের নির্দেশনা দেন। এসময় খুলনা স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. ইকবাল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মারুফুল আলম উপস্থিত ছিলেন। উল্লেখ্য, খুলনায় প্রথম পর্যায়ে ৯২২ জন ভূমিহীন গৃহহীনকে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতির ঘর উপহার দেওয়া হয়।

news24bd.tv আহমেদ