দেশের ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি জানে না স্বাস্থ্য অধিদপ্তর

দেশের ব্ল্যাক ফাঙ্গাসের উপস্থিতি জানে না স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক

দেশে প্রথমবারের মতো ছত্রাকজনিত ‘ব্ল্যাক ফাঙ্গাসে’ (কালো ছত্রাক) মারা গেছে একজন। এছাড়াও এই কালো ছত্রাকে দুইজনের শনাক্ত হওয়ার খবর নেই স্বাস্থ্য অধিদপ্তরের কাছে। রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালে চলতি মাসে তাদের শরীরে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত করা হয় কিন্তু এ বিষয়ে কোনো তথ্য নেই সংস্থাটির কাছে।

স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশীদ আলম সংবাদমাধ্যমকে বলেন, দেশে ব্ল্যাক ফাঙ্গাস শনাক্ত হওয়ার কোনো তথ্য আমরা এখনো পাইনি।

তবে আমাদের প্রস্তুতি রয়েছে। আমাদের বিশেষজ্ঞরাও করনীয় নির্ধারণ করছেন। শিগগিরই রোগটির চিকিৎসা ও ব্যবস্থাপনা নিয়ে আমরা গাইডলাইন দেব।

আরও পড়ুন

  মুফতি আমির হামজাকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ

  খুলনায় গৃহহীনদের জন্য নির্মিত ঘরের মান যাচাই করলেন জেলা প্রশাসক

  ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে খুলনায়

  ব্লাক ও হোয়াইটের পর এবার ইয়োলো ফাঙ্গাসের হানা, উদ্বেগ চরমে

 

প্রথমবারের মতো ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে বারডেম হাসপাতালে একজন রোগীর মৃত্যু হয়েছে।

গত শনিবার (২২ মে) তিন দিন আগে তিনি মারা যান। আজ মঙ্গলবার (২৫ মে) হাসপাতাল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বারডেম হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, পরীক্ষা-নিরীক্ষায় দেখা গেছে, ওই রোগী অন্যান্য রোগের পাশাপাশি মিউকরমাইকোসিস বা ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত ছিলেন।

news24bd.tv আহমেদ