হামাসকে ‘খুব কড়া’ জবাব দেয়া হবে: নেতানিয়াহু

হামাসকে ‘খুব কড়া’ জবাব দেয়া হবে: নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনের গাজায় ১১ দিন ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরাইলি বাহিনী। পরে মিশরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি করে ইসরায়েল ও ফিলিস্তিনের কর্তৃপক্ষ। তবে হামাস এই যুদ্ধবিরতি ভঙ্গ করে তবে ‘খুব কড়া’ জবাব দেয়া হবে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ওই অঞ্চল সফর করছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন।

সেখানে যুদ্ধবিরতি যাতে বলবৎ থাকে এবং ফিলিস্তিনে মানবিক সহায়তা নিয়ে আলোচনা করেই ব্লিনকেনের এই সফর।

মঙ্গলবার এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, যদি হামাস শান্তি ভঙ্গ করে এবং ইসরায়েলে হামলা করে, আমাদের জবাব খুব কড়া হবে।

তিনি আরও বলেন, তিনি ব্লিনকেনের সঙ্গে ইরানসহ আঞ্চলিক ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর যুক্তরাষ্ট্র আবারও এই চুক্তিতে ফিরবে না বলেও আশাবাদ ব্যক্ত করেন নেতানিয়াহু।


আরও পড়ুন


ফিলিস্তিনে নিপীড়ন নিয়ে সাবেক ইসরায়েলি পাইলটের স্বীকারোক্তি

ইসরায়েলকে বিভ্রান্ত করতে হামাসের নতুন কৌশল

রাশিয়ার সামরিক বাহিনীতে যোগ হচ্ছে যুদ্ধ-রোবট, গণ উৎপাদন শুরু

নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের


তিনি আরও বলেন, আবারও জোর দিয়ে বলতে চাই যে ইসরায়েলকে ধ্বংসে প্রতিশ্রুতিবদ্ধ সরকার এবং এজন্য গণবিধ্বংসী অস্ত্র পাওয়ার লক্ষ্যে কাজ করে যাওয়া সরকারের বিরুদ্ধে নিজেকে রক্ষা করার অধিকার সংরক্ষণ রয়েছে আমাদের।

news24bd.tv / নকিব