সাবমেরিন নির্মাণে ৫ শীর্ষ দেশের একটি ইরান: কমান্ডার

সাবমেরিন নির্মাণে ৫ শীর্ষ দেশের একটি ইরান: কমান্ডার

অনলাইন ডেস্ক

ইরানের সেনাবাহিনীর নৌ ইউনিটের প্রভাবশালী কমান্ডার রিয়ার অ্যাডমিরাল সাইয়্যেদ মোর্তাজা দারখোরান বলেছেন, সাবেমরিন নির্মাণের ক্ষেত্রে বিশ্বের শীর্ষ পাঁচ দেশের একটি হচ্ছে ইরান।

তিনি আজ (মঙ্গলবার) এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

তিনি আরও বলেছেন, ইরানের সেনাবাহিনী অভ্যন্তরীণ শক্তি ও সামর্থ্য কাজে লাগিয়ে বর্তমান অবস্থানে পৌঁছেছে।   

সাইয়্যেদ মোর্তাজা দারখোরান বলেন, সর্বোচ্চ নেতার দিকনির্দেশনায় ইরান এখন যুদ্ধজাহাজ, ডেস্ট্রয়ার ও হোভারক্র্যাফ্ট নির্মাণেও বিশ্বের শীর্ষ দেশগুলোর তালিকায় স্থান করে নিতে পেরেছে।

সর্বোচ্চ নেতার নির্দেশ অনুযায়ী সাবমেরিনের মাধ্যমে ইরান পারস্য উপসাগরের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বলে জানান এই কমান্ডার। তিনি বলেন, এখন সব দেশই এটা ভালো করে জানে সাগরে ইরানের দৃঢ় অবস্থান রয়েছে এবং কোনও দেশই ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সাহস রাখে না।

তিনি বলেন, ইরানের মেরিন সেনারা পরিপূর্ণভাবে প্রস্তুত রয়েছে এবং শেষ রক্ত বিন্দু দিয়ে জাতীয় স্বার্থ রক্ষা করবে।

news24bd.tv তৌহিদ