নিজেদের ড্রোনকেই ভূপাতিত করলো ইসরায়েল!

নিজেদের ড্রোনকেই ভূপাতিত করলো ইসরায়েল!

অনলাইন ডেস্ক

নিজেদের একটি ড্রোনকে ভুল করে ভূপাতিত করেছে ইসরাইল। দেশটির আয়রন ডোম ডিফেন্স সিস্টেম ভুলক্রমে নিজ দেশেরই ড্রোনটিকে ভূপাতিত করেছে। গাজা উপত্যকায় হামলার সময় এমন ঘটনা ঘটেছে বলে মঙ্গলবার জানিয়েছে ইসরায়েলের স্থানীয় গণমাধ্যম।  

ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টিং করপোরেশন জানিয়েছে, অপারেশন গার্ডিয়ান অব দ্য ওয়ালসের (গাজায় সাম্প্রতিক আগ্রাসন) সময় আয়রন ডোম সিস্টেম ভুলক্রমে একটি সামরিক ড্রোন ভূপাতিত করে।

ইসরায়েলি সামরিক বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে তারা এ কথা জানিয়েছে।

তবে কবে ওই ড্রোন ভূপাতিত হওয়ার ঘটনা ঘটেছে তা জানায়নি সম্প্রচার মাধ্যমটি। ইসরায়েলের দক্ষিণাঞ্চলে এই আয়রন ডোম ডিফেন্স সিস্টেম চালু রেখেছে ইসরায়েল। গাজা থেকে ফিলিস্তিনের প্রতিরোধ গ্রুপগুলোর স্বল্প পাল্লার মিসাইল এবং রকেটকে ভূপাতিত করতে এটা ইন্সটল করা হয়েছে।

news24bd.tv/আলী