আমার বাবা-মা প্রচুর ওয়াজ শুনেন কিন্তু সেসব ওয়াজে বহু মিথ্যে কথা আছে

আমার বাবা-মা প্রচুর ওয়াজ শুনেন কিন্তু সেসব ওয়াজে বহু মিথ্যে কথা আছে

Other

আচ্ছা, ধর্ম-সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়েই কি কথা বলা যাবে না? আমার বাবা-মা মোবাইল ফোনে প্রচুর ওয়াজ শুনেন। এসব ওয়াজে বহু মিথ্যে কথা আছে।  

আমার ছোট ভাই, যে ইশকুলে পড়ে, তার কানেও এসব যায়। আমি কি আমার বাবামার স্বার্থেও এসব মিথ্যে কথার প্রতিবাদ করতে পারবো না? আমি তো এবসোলিউট বাকস্বাধীনতায় বিশ্বাসী, তাই বলে আমাকে আপনারা এভাবে আক্রমণ করবেন?

আমি কি আপনাদের কাউকে কখনো গালি দিয়েছি? ব্লক করেছি? আনফ্রেন্ড করেছি? গালি না দিয়ে কি ঠান্ডা মাথায় কোনো আলোচনায় অংশ নেয়া যায় না? এমন কি আমাকে অশ্রাব্য গালি দিয়েছেন, এমন মানুষদেরও আমি রিপ্লাই দিয়েছি— ভাই, কেমন আছেন? ঈদ মোবারক।

 

আমি এসব ইগনোর করে যেতে পারলেও আমার স্ত্রী পারে না। সে বিরক্ত হয়ে পোস্ট ডিলিট করে দেয়।  

আমি যাদের বাকস্বাধীনতার জন্য সারাজীবন সংগ্রাম করেছি, তারাই দেখি এখন আমার বাকস্বাধীনতায় বিশ্বাস করে না।

মহিউদ্দিন মোহাম্মদ 

news24bd.tv/আলী