করোনা মহামারির সুযোগ নিয়ে লোহাসহ কিছু খনিজ সম্পদ এবং ভোজ্য তেলের কাঁচামাল কম দামে আগাম কিনে রেখেছিল চীন। ফলে লোহা এবং ভোজ্য তেলের আন্তর্জাতিক বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কাঁচামালের সংকটের কারণে দেশে প্রতি টন লোহার দাম ১৫ থেকে ২২ হাজার টাকা বেড়েছে।
ভোজ্যতেলের দামও অস্বাভাবিক বেড়েছে।
একইভাবে চীনের টিকার ব্যবসাও এখন রমরমা। করোনাভাইরাস ছড়িয়ে দিয়ে শাখের করাতের মতো চীন শুধু পকেট কাটছে! শুভরাত্রি
একরামুল হক, সাংবাদিক
news24bd.tv/আলী