ঘূর্ণিঝড় ইয়াস: ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে কৃষক নিহত

ঘূর্ণিঝড় ইয়াস: ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে কৃষক নিহত

Other

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে উপকূলীয় জেলা ভোলায় দিনভর ঝড়ো বাতাস বয়ে গেছে। এসময় ঝড়ো বাতাসে গাছের ডাল ভেঙে আবু তাহের (৪৮) নামের এক কৃষক নিহত হয়েছেন।

গতকাল রাতে লালমোহন উপজেলায় এ ঘটনা ঘটে।  

এদিকে নদী উত্তাল থাকায় বিকেলের পর থেকে ভোলায় সব ধরনের নৌযান বন্ধ করে দেওয়া হয়েছে।

অন্যদিকে ঝড়ের কবলে পড়ে একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আরও পড়ুন:

 ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিল ইয়াস, ৬ ফুট উচ্চতার জোয়ারের শঙ্কা 

 দুপুরে আঘাত হানতে পারে ‘ইয়াস’, সর্বোচ্চ গতিবেগ থাকবে   ১৮৫ কিমি

 যে কাজটি করলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে

 ব্ল্যাক ফাঙ্গাস থেকে রক্ষার ৭ উপায়

 

 

ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বিষয়টি  নিশ্চিত করে জানান, তলা ফেটে ট্রলারটি ডুবে যায়, তবে এ দুর্ঘটনায় কোনো হতাহত নেই। ট্রলারে কিছু জাল নষ্ট হয়েছে।

এছাড়া ঝড়ের সময়ে ইলিশা ফেরীঘাট এলাকায় ৩-৪ টি দোকান ভেঙে গেছে বলেও জানান তিনি।

news24bd.tv নাজিম