ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে বাংলাদেশ

ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে হটিয়ে শীর্ষে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে বাংলাদেশ। আর এই জয়ে আইসিসি ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল টাইগাররা।

অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডকে টপকে শীর্ষে উঠে গেছে বাংলাদেশ। আট ম্যাচে খেলে ৫০ পয়েন্ট পয়েন্ট ঝুলিতে পুরেছে বাংলাদেশ।

ইংল্যান্ড, পাকিস্তান ও অস্ট্রেলিয়া ৪০ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে।

নিউজিল্যান্ড, আফগানিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ ৩০ করে পয়েন্ট নিয়ে যথাক্রমে পঞ্চম, ষষ্ঠ ও সপ্তম স্থানে রয়েছে। ভারত ২৯ পয়েন্ট নিয়ে রয়েছে অষ্টম স্থানে। জিম্বাবুয়ে নবম এবং আয়ারল্যান্ড দশম স্থানে রয়েছে।

৯ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকা আছে ১১তম স্থানে।

আরও পড়ুন:

 ‘অতি প্রবল’ ঘূর্ণিঝড়ে রূপ নিল ইয়াস, ৬ ফুট উচ্চতার জোয়ারের শঙ্কা 

 দুপুরে আঘাত হানতে পারে ‘ইয়াস’, সর্বোচ্চ গতিবেগ থাকবে   ১৮৫ কিমি

 যে কাজটি করলে জাহান্নাম থেকে মুক্তি মিলবে

 ব্ল্যাক ফাঙ্গাস থেকে রক্ষার ৭ উপায়

 

এই সুপার লিগ ভালো করা দলগুলো ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলবে। আয়োজক দেশ হওয়ায় ভারত সরাসরি খেলবে।

মঙ্গলবার (২৫ মে) দুপুরে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাট করে ৪৮.১ ওভারে ২৪৬ করে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২৭ বলে ১২৫ রান করেন মুশফিক। জবাবে শ্রীলঙ্কা ব্যাটিং নামলে বৃষ্টি বাগড়া দেয়। বারবার বৃষ্টির বাধায় মোট ১০৯ মিনিট খেলা বন্ধ থাকে। শেষ দিকে বৃষ্টি আইনে লঙ্কানদের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৪৫। এই লক্ষ্য তাড়ায় ১৪১ রানেই থেমে যায় সফরকারীরা।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ৪৮.১ ওভারে ২৪৬/১০ (তামিম ১৩, লিটন ২৫, সাকিব ০, মুশফিক ১২৫, সৈকত ১০, মাহমুদউল্লাহ ৪১, আফিফ ১০, মিরাজ ০, সাইফউদ্দিন ১১, শরিফুল ০, মুস্তাফিজ ০; উদানা ৯-০-৪৯-২, চামিরা ৯.১-১-৪৪-৩, হাসারাঙ্কা ১০-১-৩৩-১, লাকশান ১০-০-৫৪-৩, ডি সিলভা ৩-০-২৩-০)।

শ্রীলঙ্কা : ৪০ ওভারে ১৪১/৯ (গুনাথিলাকা ২৪, পেরেরা ১৪, পাথুম ২০, মেন্ডিস ১৫, ডি সিল্ভা ১০, বান্দারা ১৫, শানাকা ১১, হাসারাঙ্গা ৬, লাকশান ৪, চামিরা ৪ ও উদানা ১৮; মিরাজ ১০-০-২৮-৩, শরিফুল ৬-০-৩০-১, তাসকিন ৮-০-২৭-০, সাকিব ৯-০৩৮-২,মুস্তাফিজ ৬-১-১৬-৩)।

ফল : বৃষ্টি আইনে ১০৩ রানে জয়ী বাংলাদেশ।

সিরিজ : বাংলাদেশ ২-০ ব্যবধানে জয়ী।

news24bd.tv নাজিম