নোয়াখালীতে যুবদলের সংবাদ সম্মেলনে পুলিশের লাটিচার্জ

নোয়াখালীতে যুবদলের সংবাদ সম্মেলনে পুলিশের লাটিচার্জ

Other

নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলা ও পৌরসভার যুবদলের আহবায়ক কমিটি থেকে বিতর্কিতদের নাম বাতিল ও কমিটির স্থগিতের দাবীতে উপজেলা ও পৌরসভা যুবদলের সাংবাদিক সম্মেলনে পুলিশের লাটিচার্জের অভিযোগ।   

বুধবার (২৬ মে) সকালে উপজেলা বিএনপির কার্যালয়ে উক্ত বিতর্কিতদের কমিটি বাতিল ও স্থগিতের দাবী সংবাদ সম্মেলন চলাকালে সোনাইমুড়ি থানা পুলিশ এ লাটিচার্জ করে। এ সময় আহত হয়েছে বেশ কয়েকজন।
 
সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, যারা কোন আন্দোলন সংগ্রামে ছিল না, এমনকি বিদেশ থেকে সম্প্রতি আসে, তাদের কমিটির রাখায় অভিযোগ করেন যুবদল নেতৃবৃন্দ।

দ্রুত এই আহবায়ক কমিটি থেকে বিতর্কিতদের বাদ দিয়ে দলের স্বার্থে সময় উপযোগী কমিটির দেওয়া আহবান করেন। অন্যর্থায় উপজেলা ও পৌরসভার যুবদল শতাধিক নেতাকর্মী একযোগে গণপদত্যাগের হুমকি দেন।

আরও পড়ুন

  করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ওবায়দুল কাদেরের

  ইয়াসের প্রভাবে পশ্চিমবঙ্গের ৬৬ বাঁধে ভাঙন

  কোন ঠিকানা বলছেন না, কে এই তরুণী?

  টর্নেডো হতে পারে কলকাতায়, ঘরে থাকার অনুরোধ

 

এ সময় উপজেলা যুবদলের আহবায়ক জসিম উদ্দিন, ওমর শরীফ সোহাগ এবং পৌর যুবদলের সদস্য সচিব তাজুল ইসলাম চৌধুরীসহ উপজেলা, পৌরসভা ইউনয়নের শতাধিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

news24bd.tv আহমেদ