নিউজ টোয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর সেই প্রতিবন্ধী নারীর পাশে ইউএনও

নিউজ টোয়েন্টিফোরে সংবাদ প্রকাশের পর সেই প্রতিবন্ধী নারীর পাশে ইউএনও

Other

রাস্তার পাশেই সরকারি জমিতে ঘর তুলে ১০ বছর ধরে বাস করছেন জমিলা বেগম (৬৫)। কিন্তু হঠাৎ করে গাছ ভেঙে পড়ে তার ঘরের ওপর। জীবনের ভয় না করে গত প্রায় ১ মাস ধরে সেই ঘরে ঘুমাচ্ছেন তিনি।

জানা যায়, গত শুক্রবার (৭ মে) ঠাকুরগাঁও সদর উপজেলা গড়েয়া ইউনিয়নের চকহলদী গ্রামে তার ঘরের ওপর গাছ ভেঙে পড়ে।

‘‘ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী জমিলার অনিশ্চিত জীবন’’ এই শিরোনামে নিউজ টোয়েন্টিফোর অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশের পর ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিজে গিয়ে সকলের সহযোগীতায় সেই গাছ অপসারণ করেন।

আরও পড়ুন

  নোয়াখালীতে যুবদলের সংবাদ সম্মেলনে পুলিশের লাটিচার্জ

  করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান ওবায়দুল কাদেরের

  ইয়াসের প্রভাবে পশ্চিমবঙ্গের ৬৬ বাঁধে ভাঙন

  কোন ঠিকানা বলছেন না, কে এই তরুণী?

 

বুধবার সকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিমের নির্দেশনায় গড়েয়া ইউনিয়নের চকহলদি গ্রামের কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ প্রতিবন্ধী জমিলার রাস্তার পাশের ঘর পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। এসময় ক্ষতিগ্রস্ত জমিলাকে মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া উপহার শুকনো খাবার প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন বলেন, যেহেতু জমিলা রাস্তার পাশে অস্থায়ী ভিত্তিতে ঘর তুলে আছেন, তাই তাকে ভূমিহীন হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্পের ঘর দেয়ার আশ্বাস দেন তিনি।

news24bd.tv আহমেদ