বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলীর কাছ থেকে উদ্ধার হলেও সিলেটের তারাপুর চা বাগানের শ্রমিকদের দুর্দশা কাটছে না। আদালতের নির্দেশে বাগানটির ব্যবস্থাপনা, ১১ সদস্যদের কমিটির হাতে ন্যাস্ত করে প্রশাসন।
তবুও নানা জটিলতায় আটকে আছে চা শ্রমিকদের বেতন-ভাতা। অধিকার আদায়ে এখন আন্দোলনে নেমেছেন শ্রমিকরা।
জালিয়াতির আশ্রয় নিয়ে দেবোত্তর সম্পত্তি তারাপুরের এই চা বাগান তিন দশক দখল করে ছিলেন সিলেটের বিতর্কিত ব্যবসায়ী রাগীব আলী। দীর্ঘ আইনী লড়াইয়ের পর বাগানটি উদ্ধার করে প্রশাসন। গেল বছর এর ব্যবস্থাপনার ভার দেয়া হয় ১১ সদস্যের কমিটিকে।
তবে এতে সমাধান মেলেনি। বেতন-ভাতা আদায়ে এখন আন্দোলনে শ্রমিকরা। জেলা প্রশাসকের কার্যালয় অবরোধসহ নানা কর্মসূচি পালন করছেন তারা।
শ্রমিক নেতাদের অভিযোগ গেল কয়েক বছরের ভাতাও বাকি পড়েছে। এছাড়া অব্যবস্থাপনায় ক্ষতি হচেছ বাগানের।
ব্যবস্থাপনার দায়িত্ব পাওয়া কমিটির সদস্যরা বলছেন, রাগীব আলীর কাছে পাওনা তিন কোটি টাকা মিলছে না। তাই সমস্যা আরো বেড়েছে। শ্রমিকরা কাজ না করায় তারাপুর বাগানে সপ্তাহে ৫ লক্ষাধিক টাকার চা নষ্ট হচ্ছে।
news24bd.tv / কামরুল