মেহেরপুরের বাজারে উঠতে শুরু করেছে লিচু। আর লিচু বাজারজাত করা নিয়ে ব্যস্ত সময় পার করছেন বাগান মালিকরা। তবে খরা ও করোনার মধ্যে লিচুর দাম ভাল পাবে কিনা তা নিয়ে চিন্তিত তারা।
কারবাইড ও কীটনাশকমুক্ত লিচু মেহেরপুরের গাছে গাছে এখন শোভা পাচ্ছে।
বৃষ্টি না হওয়ায় তীব্র খরার কারণে এবার লিচু মোটা না হয়ে অনেকটা শুকিয়ে দ্রুতই পেকে গেছে। তারপরও ফলন নিয়ে খুশি বাগান মালিকরা।
গতবার করোনার কারণে লিচুর বাজারদর পায়নি। এবার খরার কারণে লিচুর বাজারদর ভাল হলেও বিক্রি কম নিয়ে চিন্তিত চাষীরা।
বাগান লীজ নিয়ে এবার লিচুর উৎপাদন ভাল। বাজার দাম ভাল হলে লিচু বিক্রি করতে পারলে ক্ষতি পুষিয়ে তুলতে পারবে বলে আশা ব্যবসায়ীদের।
কৃষি বিভাগ বলছে- এবার মেহেরপুর জেলায় লিচুর ভালো ফলন হয়েছে। জেলায় ৬৮০ হেক্টর জমিতে লিচু হয়েছে।
স্থানীয় বাজারে এবার ভাল এক’শ লিচু ২শ টাকা দরে বিক্রি হচ্ছে। প্রতি কাউন বিক্রি হচ্ছে ২১শ টাকা দরে।
news24bd.tv / কামরুল