যশোরে মাছের পোনা বিক্রয়কেন্দ্র নির্মাণের দেড় বছরেও চালু করা হয়নি । সংশ্লিস্টরা বলছেন, নীতিমালা বাস্তবায়নসহ নানা জটিলতায় এ বিক্রয়কেন্দ্র চালু করা সম্ভব হচ্ছেনা। এ অবস্থায় প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত কেন্দ্রটি অব্যবহৃত থাকছে, মূল্যবান জিনিসপত্রও চুরি হচ্ছে। এতে ক্ষুদ্ধ ব্যবসায়ী ও মাছ চাষিরা।
যশোরে মৎস্য চাষীদের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে ২০১৯ সালে চাঁচড়া এলাকায় আধুনিক মানের পোনা বিক্রয় কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় মৎস্য অধিদপ্তর। একই বছরের ডিসেম্বরে নির্মাণ কাজ শেষ হলেও নানা জটিলতায় আজও তা চালু করা হয়নি।
মৎস্যজীবিরা বলছেন, প্রায় ১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ কেন্দ্রটি অব্যবহৃত থাকায় এর সুফল থেকে বঞ্চিত হচ্ছেন তারা। এ অবস্থায় দ্রুত চালুর দাবিও জানান তারা।
আর এ কেন্দ্রটি কবে চালু হবে এ বিষয়ে সুনিদিষ্ট করে বলতে পারছে না মৎস্য কর্মকর্তারাও।
সারাদেশে মাছের যে পরিমাণ রেণু-পোনা উৎপাদন হয় তার ৬০ ভাগ উৎপাদন হয় যশোরের চাঁচড়ার হ্যাচারি ও নার্সারিগুলোতে। বছরে উৎপাদন হয় প্রায় ৬৮ হাজার কেজি রেণু।
news24bd.tv / কামরুল