শিরোপা যুদ্ধে বিকেলে মুখোমুখি বাংলাদেশ-তুর্কমেনিস্তান
বঙ্গবন্ধু ভলিবল টুর্নামেন্ট

শিরোপা যুদ্ধে বিকেলে মুখোমুখি বাংলাদেশ-তুর্কমেনিস্তান

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বঙ্গবন্ধু এশিয়ান সিনিয়র মেনস সেন্ট্রাল জোন আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবারও ফাইনালে উঠেছে স্বাগতিক দেশটি। আজকের শিরোপা নির্ধারণীতে তাদের প্রতিপক্ষ শক্তিশালী তুর্কমেনিস্তান।  

তবে প্রতিপক্ষ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের কোচ আলি পোর আরোজি।

কারণ, সেমিফাইনালে ফেভারিট কিরগিজস্তানকে হারিয়েছে তার শিষ্যরা। তাই ফাইনালের আগে আত্মবিশ্বাসী বাংলাদেশ দল। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪টায় শুরু হবে এই দ্বৈরথ।

২০১৬ সালে সর্বশেষ এই টুর্নামেন্টের ফাইনালে কিরগিজস্থানকে হারিয়েছিল বাংলাদেশ।

সেই দলটির সাথে এবার দেখা সেমি ফাইনালেই। হাড্ডাহাড্ডি লড়াইয়ের ম্যাচে ৩-২ সেটে জয় পায় বাংলাদেশ। এই ফলাফলই দলটিকে ফাইনালে ভালো কিছু করার প্রেরণা যোগাচ্ছে বলে জানিয়েছেন কোচ, ‘তারা খুবই পেশাদার দল। কিন্তু এটা নিয়ে আমাদের চিন্তার কিছু নেই। কেননা, উজবেকিস্তান, কিরগিজস্তানও ভালো দল ছিল; তারাও ভলিবলটা ভালো খেলে। টেকনিক্যালি, ট্যাক্টিক্যালি তারা ভালো। কিন্তু এই মুহূর্তে আমাদের দলটাও ফর্মের তুঙ্গে রয়েছে। আমরা শিরোপা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। ’

এই টুর্নামেন্টে এখন পর্যন্ত কোন সেট হারেনি তুর্কমেনিস্তান। তাই দলটির বিপক্ষে সব বিভাগেই বিশেষ করে ব্লকিংয়ের ওপর জোর দিয়েছেন বাংলাদেশের অধিনায়ক হরসিত বিশ্বাস, ‘সার্ভিস, ব্লক, অ্যাটাক সব বিভাগে যদি আমরা ভালো করতে পারি, তাহলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। বিশেষ করে ব্লকিংয়ে ভালো করতে হবে। ভলিবলে ব্লকিং খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো হলে প্রতিপক্ষের মনোবল ভেঙে যায়; ম্যাচ জেতাও সহজ হয়ে যায়। ’

তবে এত বড় ম্যাচের আগে কোন চাপ নিচ্ছেন না বলেই জানিয়েছেন হরসিত, ‘আমরা চাপে নেই। সবাই চাপমুক্ত। গত ম্যাচটা জিততে চেয়েছিলাম, পেরেছি। আশা করি ফাইনালেও পারব। এই টুর্নামেন্ট জিতলে আমাদের ভলিবল অনেক এগিয়ে যাবে। ’

অরিন/নিউজ টোয়েন্টিফোর

সম্পর্কিত খবর