ভারতে করোনাভাইরাসের সংক্রমণ আবারও আড়াই লাখ ছাড়িয়েছে। যদিও দৈনিক মৃত্যু বুধবারের থেকে কিছুটা কমে চার হাজারের নিচে নেমেছে। গত কয়েক দিনের মতো দেশটিতে সক্রিয় রোগীর সংখ্যাও কমেছে বৃহস্পতিবার।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ১১ হাজার ২৯৮ জন।
এছাড়া দেশে মোট মৃতের সংখ্যাও ৩ লাখ ১৫ হাজার ছাড়িয়ে গিয়েছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৪৭ জনের।
আরও পড়ুন
নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিন সফরের প্রতিবাদে বিক্ষোভ
স্ত্রীর পরকীয়ায় সাত টুকরা হওয়া সেই আজহারুলের দাফন সম্পন্ন
খালাসের আগেই আমদানি করা বিটুমিনের মান পরীক্ষা বাধ্যতামূলক
দেশটিতে এখন প্রতিদিন নতুন করে যত মানুষ আক্রান্ত হচ্ছেন, তার থেকে বেশি সুস্থ হয়ে উঠছেন। এর ফলে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। ভারতে বর্তমানে সক্রিয় রোগী রয়েছেন ২৪ লাখ ১৯ হাজার ৯০৭ জন।
news24bd.tv / নকিব