দেশে প্রথমবারের মতো ভয়ংকর মাদক এলএসডি উদ্ধার

দেশে প্রথমবারের মতো ভয়ংকর মাদক এলএসডি উদ্ধার

অনলাইন ডেস্ক

দেশে প্রথমবারের মতো ভয়াবহ সাইকেডেলিক ড্রাগ লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড (এলএসডি) উদ্ধার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। বুধবার (২৬ মে) রাতে এক অভিযানে এ ভয়াবহ মাদক উদ্ধার করে ডিএমপির গোয়েন্দা (ডিবি) পুলিশের রমনা বিভাগ।

বৃহস্পতিবার (২৭ মে) দুপুর ২টায় ডিএমপি মিডিয়া সেন্টার আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানাবেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার এ কে এম হাফিজ আক্তার।

এলএসডি মূলত এক প্রকার মাদক যা মস্তিষ্কে প্রভাব সৃষ্টি করে হ্যালুসিনেশন তৈরি করে।

এই মাদক সেবনে মানুষ এমন সব অবাস্তব জিনিস দেখতে পান যার কোন অস্তিত্ব নেই। বিশ্বের বেশিরভাগ দেশেই এই মাদক নিষিদ্ধ।


আরও পড়ুন


নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিন সফরের প্রতিবাদে বিক্ষোভ

স্ত্রীর পরকীয়ায় সাত টুকরা হওয়া সেই আজহারুলের দাফন সম্পন্ন

খালাসের আগেই আমদানি করা বিটুমিনের মান পরীক্ষা বাধ্যতামূলক


এটি প্রায়ই ব্লটিং পেপার, চিনির কিউব, বা জেলাটিনের মধ্য দিয়ে বিক্রি করা হয়। এমনকি ইনজেকশনের মাধ্যমেও এ মাদক নেওয়া যায়।

news24bd.tv / নকিব