ভারতে এবার দেড় বছরের শিশুর দেহে ব্ল্যাক ফাঙ্গাস

ভারতে এবার দেড় বছরের শিশুর দেহে ব্ল্যাক ফাঙ্গাস

অনলাইন ডেস্ক

করোনার মধ্যেই ভারতের জন্য নতুন দুঃসংবাদ ব্ল্যাক ফাঙ্গাস। ইতিমধ্যেই ভারত এটিকে মহামারি ঘোষণা করেছে। দেশটিতে এবার এই ছত্রাকের সন্ধান মিলল দেড় বছরের শিশুর শরীরে।

দেশটিতে ব্ল্যাক ফাঙ্গাসে কোনও শিশুর সংক্রমিত হওয়ার ঘটনা এটাই প্রথম।

আক্রান্ত ওই শিশু রাজস্থানের বিকানেরের বাসিন্দা। এছাড়া গুজরাটের আহমেদাবাদে বছর পনেরোর এক কিশোরের শরীরেও মিলেছে ব্ল্যাক ফাঙ্গাস।


আরও পড়ুন


নাগরিকদের সিনোফার্ম টিকার তৃতীয় ডোজ দেয়ার ঘোষণা আমিরাত-বাহরাইনের

মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফিলিস্তিন সফরের প্রতিবাদে বিক্ষোভ

স্ত্রীর পরকীয়ায় সাত টুকরা হওয়া সেই আজহারুলের দাফন সম্পন্ন

খালাসের আগেই আমদানি করা বিটুমিনের মান পরীক্ষা বাধ্যতামূলক


পরিসংখ্যান অনুযায়ী, ব্ল্যাক ফাঙ্গাস বা কালো ছত্রাক সবচেয়ে ভয়াবহ আকার ধারণ করেছে ভারতের গুজরাটে। সেখানে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৮৫৯ জন।

দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র। সেখানে আক্রান্ত ২ হাজার ৭৭০ জন। এছাড়া অন্ধ্রপ্রদেশ ও মদ্ধপ্রদেশে এই ছত্রাক ভয়াবহ আকার ধারণ করছে।

news24bd.tv / নকিব