লোকালয়ে পাওয়া ২ হরিণ অবমুক্ত করা হবে সুন্দরবনে

লোকালয়ে পাওয়া ২ হরিণ অবমুক্ত করা হবে সুন্দরবনে

অনলাইন ডেস্ক

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার উলুবাড়িয়া ও গোলবুনিয়া গ্রাম থেকে আজ বৃহস্পতিবার সকালে দুটি চিত্রা হরিণ উদ্ধার করেছে গ্রামবাসী।

পরে হরিণ দুটি বন বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তা। পরে হরিণ দুটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল ছয়টার দিকে উপজেলার উলুবাড়িয়া গ্রামের নজরুল ইসলাম ব্যাপারীর বাড়ির সামনের বাগানে দুটি চিত্রা হরিণ দেখতে পান কয়েকজন তরুণ।

এ সময় তাঁরা হরিণ দুটিকে তাড়া করেন। তাড়া খেয়ে একটি হরিণ উলুবাড়িয়া গ্রামের মো. রিয়াজের বাড়িতে ঢুকে পড়লে তা আটক করা হয়। অপর হরিণটি পাশের গোলবুনিয়া গ্রামের ধানখেতে চলে যায়। সকাল সাড়ে নয়টার দিকে স্থানীয় লোকজন ধানখেত থেকে হরিণটি উদ্ধার করেন।

আজ সকালে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের বগি স্টেশনের বনপ্রহরী হাবিবুর রহমান বলেন, লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণ দুটি ট্রলারে করে শরণখোলা রেঞ্জের বন কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেন সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীন।

news24bd.tv তৌহিদ