ভারতে এমএলএ-সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলো দুর্বৃত্তরা

ভারতে এমএলএ-সাংবাদিকদের লক্ষ্য করে গুলি করলো দুর্বৃত্তরা

অনলাইন ডেস্ক

বিরোধপূর্ণ এলাকা পরিদর্শনে ভারতের আসামে নাগারল্যান্ড সীমান্তে কংগ্রেস এমএলএ মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি) রূপজ্যতি কর্মী, সাংবাদিক ও এমএলএর নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে গুলি ছুঁড়েছে দুর্বৃত্তরা।  

গতকাল এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের সংবাদমাধ্যম ‘দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর এক প্রতিবেদন থেকে এ খবর জানা যায়।

 

প্রতিবেদনটিতে বলা হয়, আসামের মুখ্যমন্ত্রী হিমান্ত বিশ্বাস শর্মা এ ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছেন। এ ঘটনা তদন্তে তিনি বিশেষ টিম গঠনের নির্দেশ দিয়েছেন।  

আরও পড়ুন:

 এবার লেবাননকে হুমকি দিলো ইসরাইল

ভারতে তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতন, ঢাকার ‘টিকটক হৃদয় বাবু’ আটক

জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

 গাজায় ইসরায়েলের অপরাধের তদন্ত করবে জাতিসংঘ

 

এদিকে, কংগ্রেস বিরোধীরা এ ঘটনায় আসাম সরকারকেই দায়ী করছে। তারা ধারণা করছেন, নাগাল্যান্ডের পুলিশকে দিয়ে এই গোলাগুলির ঘটনা ঘটানো হয়েছে।

জোড়হাট জেলার মারিয়ানি থানার দেসোই ভ্যালি রিজার্ভ ফরেস্টের বনগাঁ ও সোনাপুর গ্রামের মধ্যে এবং নাগাল্যান্ডের মোকোকচুং জেলার চাংকি গ্রামের কিছু বিরোধপূর্ণ বিষয় রয়েছে।  

দেশটির সরকারের মতে, নাগাল্যান্ড থেকে লোকজন জোড়হাট সীমান্তে ঢুকছে এমন খবরে এমএলএ রূপজ্যতি, সাংবাদিক ও তার দল দেসোই ভ্যালি রিজার্ভ ফরেস্ট পরিদর্শনে গেলে গোলাগুলির ঘটনা ঘটে।

news24bd.tv নাজিম