ব্ল্যাক হেডস দূর করার টিপস

ব্ল্যাক হেডস দূর করার টিপস

অনলাইন ডেস্ক

ব্ল্যাক হেডস একটি অস্বস্তিকর সমস্যা। ত্বকের ছিদ্রের মধ্যে ময়লা ও তেল জমে ব্ল্যাক হেডস তৈরি হয়। ব্ল্যাক হেডসের কারণে ত্বকের সৌন্দর্য নষ্ট হয়, ত্বক কালচে হয়ে যায়।

ব্ল্যাক হেডস স্থায়ীভাবে দূর করা সম্ভব হয় না।

নিয়মিত পরিষ্কার করার পরও এই সমস্যা ফিরে আসতে পারে। তাই প্রতিদিন পরিচর্যা করা জরুরি।

ব্ল্যাক হেডস দূর করার কয়েকটি টিপস দিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

লেবুর রস:

লেবুর রস ব্রণ দূর করতে এবং ব্ল্যাক হেডস দূর করতে সাহায্য করে।

লেবুর রস প্রায় সব ধরনের ত্বকের জন্য সমান উপকারী।

লেবুর রসের সঙ্গে লবণ, দই এবং মধু মিশিয়ে একটি স্ক্রাব তৈরি করা যেতে পারে। এটি এক্সফলিয়েটর হিসেবে কাজ করবে।

লেবুর রস:

লেবুর রসের সঙ্গে দুধ বা গোলাপজল মিশিয়ে ফেইশল ক্লিনার তৈরি করা যায়। ১০ থেকে ১২ দিন টানা ব্যবহারে উপকার পাওয়া যায়।

মধু:

মধু ত্বকের আর্দ্রতা বজায় রেখে ত্বক ভিতর থেকে পরিষ্কার করে। ত্বককে টানটান রাখে এবং ব্ল্যাক হেডস দূর করে। পুরো মুখে খানিকটা মধু লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

আরও পড়ুন:

 এবার লেবাননকে হুমকি দিলো ইসরাইল

ভারতে তরুণীকে বিবস্ত্র করে যৌন নির্যাতন, ঢাকার ‘টিকটক হৃদয় বাবু’ আটক

জুমার দিনে ‘সূরা কাহাফ’ তেলাওয়াতের ফজিলত

 গাজায় ইসরায়েলের অপরাধের তদন্ত করবে জাতিসংঘ

 

হলুদ:

পুদিনা পাতার রসের সঙ্গে সামান্য হলুদ মিশিয়ে আক্রান্ত স্থানে পেস্টটি লাগিয়ে রাখতে হবে। কয়েক মিনিট অপেক্ষা করে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে।

তাছাড়া লাল চন্দনের সঙ্গে হলুদ এবং দুধ মিশিয়ে এককটি ঘন পেস্ট তৈরি করতে হবে। এটি মুখে লাগিয়ে ১০ মিনিট পর হালকা শুকিয়ে আসলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে ফেললেই ত্বক পরিষ্কার হয়ে যাবে।

মুখে গরম ভাপ নেয়া:

মুখে গরম ভাপ নেয়া যেতে পারে। একটি গামলায় ধোঁয়া ওঠা গরম পানি নিয়ে তার ওপর মুখ রাখতে হবে। খেয়াল রাখতে হবে গামলা থেকে মুখের দূরত্ব কমপক্ষে যেন এক হাত থাকে। গরম ভাপ ব্ল্যাক হেডসের মুখ খুলতে সাহায্য করে আর খুব সহজে ব্ল্যাক হেডস পরিষ্কার করা যায়।

মটর ডাল বাটা , সয়াবিন গুঁড়ো অথবা চালের গুঁড়োর সাথে পানি মিশিয়ে নিন। একটু ম্যাসাজ করে ১০ থেকে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। ত্বক উজ্জ্বল থাকবে, ব্ল্যাক হেডস থেকে মুক্তি লাভ হবে।

news24bd.tv নাজিম

এই রকম আরও টপিক