মেসিকে ক্লাবে রাখতে উঠেপড়ে লেগেছেন বার্সা

মেসিকে ক্লাবে রাখতে উঠেপড়ে লেগেছেন বার্সা

অনলাইন ডেস্ক

লিওনেল মেসিকে ক্লাবে রাখতে উঠেপড়ে লেগেছেন বার্সা সভাপতি ইওহান ল্যাপোর্তা। মেসির বাবার সঙ্গেও কথা বলেছেন তিনি।

নিজস্ব সূত্রের বরাত দিয়ে ইএসপিএন ফুটবল লিখেছে, মেসি এবং তার বাবার সঙ্গে ল্যাপোর্তার ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে। কাতালান টিভি৩ নামের একটি গণমাধ্যমেও একই খবর প্রকাশিত হয়েছে।

ইএসপিএন এই খবরের সত্যতা খুঁজে পেয়েছে।

খবরে বলা হয়, মেসি এবং তার বাবাকে অনানুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে বার্সা। সেখানে আর্থিক বিষয়গুলো আরও পরিষ্কার করা হয়েছে।

এর আগে গত মাসে ইএসপিএন জানিয়েছিল, বার্সার বর্তমান ম্যানেজমেন্ট মেসিকে আরও দুই বছরের জন্য পেতে চায়।

বার্সার সঙ্গে ৩০ জুন পর্যন্ত চুক্তি মেসির। ক্লাবের সঙ্গে তার এখনকার আলোচনা ‘খুব ইতিবাচক’ হলেও তিনি সিদ্ধান্তের কথা জানাননি। ক্লাবের স্পোর্টিং প্রজেক্টের হালচাল বুঝে সিদ্ধান্ত দেবেন।

মেসি গত ডিসেম্বরে জানান, তিনি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলা উপভোগ করতে চান। এখনো সেই ইচ্ছা আছে তার।

টিভি৩ বলছে, বার্সা সভাপতি মেসিকে শেষ পর্যন্ত পাঁচ বছরের প্রস্তাব দেবেন।

news24bd.tv / কামরুল