ঘর থেকে জোয়ারের পানিতে ভেসে গেল শিশু

ঘর থেকে জোয়ারের পানিতে ভেসে গেল শিশু

Other

ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার সুখচর ইউনিয়নে চর আমানউল্লাহ গ্রামে ঘর থেকে জোয়ারের পানিতে নিখোঁজ হওয়া শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিখোঁজ লিমা আক্তার (৭) উপজেলার সুখচর ইউনিয়নের চর আমান উল্যাহ গ্রামের জুবলুলের মেয়ে।

শুক্রবার (২৮ মে) সকাল সাড়ে আটটার দিকে মরদেহটি বেড়িবাঁধের বাহিরে আটকে থাকা জোয়ারের পানিতে ভেসে ওঠে। পরে পরিবারের লোকজন মরদেহটি উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেন।

তিনি আরো জানান, গত বুধবার সন্ধ্যার দিকে উপজেলার সুখচর ইউনিয়নে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জোয়ারের পানিতে ঘর থেকে ভেসে যায় ওই শিশু।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জোয়ারের ফলে দুপুরে বাবুলের ঘরে পানি ডুকে পড়ে। জোয়ারের সময় পরিবারের লোকজনের সাথে নিজ ঘরে ছিল লিমা।

সন্ধ্যার কোনো এক সময়ে পরিবারের সদস্যদের অগোচরে লিমা পানিতে পড়ে জোয়ারের পানিতে ভেসে যায়।

news24bd.tv তৌহিদ