বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরা বন্ধ, জেলেদের হতাশা

অনলাইন ডেস্ক

ইলিশের প্রজনন বাড়াতে বঙ্গোপসাগরে ৬৫ দিনের মাছ ধরা বন্ধ থাকায় চট্টগ্রামে সাগরপাড়েই জেলেদের হতাশা। এই সময়ে প্রতি জেলেকে ৪০ কেজি করে প্রতিমাসে চাল দেয়ার কথা থাকলেও এখনও মিলেনি সরকারের এই সহায়তা।  

তবে মৎস্য কর্মকর্তারা বলছেন ,যাদের তালিকায় নাম আছে তারাই পাবে এই সহায়তা। অন্যদিকে বঙ্গোপসাগরে বাংলাদেশের জেলেদের মাছ আহরণ বন্ধ থাকলেও একই সাগরে ভারত ও মিয়ানমারের জেলেরা বাংলাদেশের জল সীমায় এসে প্রতি বছরই মাছ শিকার করে, এমন অভিযোগ মাছ আহরণকারীদের।

 

 মাছের প্রজনন মৌসুম, তাই সমুদ্রে মৎস আহরণে ৬৫দিনের নিষেধাজ্ঞা সরকারের। বেকার জেলেদের কেউ জাল মেরামত করছেন বা কেউ বসে আছেন অলস। এর আগেও টানা সাতমাসের নিষেধাজ্ঞা ছিলো। সামনে অক্টোবরে আসবে ২২ দিনের নিষেধাজ্ঞা।

 

সব মিলিয়ে বছরে চারমাস মাছ ধরতে পারেন জেলেরা। জিবিকা বন্ধ তাই এই সময়ে প্রতি জেলেকে মাসে ৪০ কেজি করে  চাল দেয়ার কথা সরকারের। কিন্তু আসেনি তা। সামুদ্রিক মৎস্য অধিদপ্তর বলছে, তালিকায় যাদের না আছে তারাই পাচ্ছেন এই সুযোগ সুবিধা।

জেলা মৎস্য কর্মকর্তা বলছেন, বিগত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে,এসময় মাছ আহরণ বন্ধ থাকলে বাড়ে ইলিশের উৎপাদন।

news24bd.tv / কামরুল