এবার সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া

এবার সম্পূর্ণ লকডাউনে মালয়েশিয়া

অনলাইন ডেস্ক

করোনা সংক্রমণ রোধে এবার সম্পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ জুন থেকে দুই সপ্তাহের জন্য লকডাউনের এ ঘোষণা দেয়া হয়।

জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেয়া হয়। ঘোষিত এ লকডাউনে একেবারেই প্রয়োজনীয় অর্থনীতির এমন কিছু খাঁত বাদে সবকিছুই বন্ধ থাকবে।

শুক্রবার (২৮ মে) রেকর্ড সংখ্যক ৮ হাজার ২৯০ জন করোনা রোগী শনাক্তের খবর প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যে লকডাউনের এ ঘোষণা দিলো দেশটি।  

উল্লেখ্য, তৃতীয় দফা করোনা মোকাবেলায় বেশ হিমশিম খাচ্ছে মালয়েশিয়া সরকার। গেলো চারদিনে প্রতিদিনই রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। যার সবশেষ আজ প্রথমবারের মতো ৮ হাজার ছাড়ালো।

 

news24bd.tv/আলী