আদালতে নিজের দোষ স্বীকার করে যা বললেন শিশুবক্তা

আদালতে নিজের দোষ স্বীকার করে যা বললেন শিশুবক্তা

অনলাইন ডেস্ক

রাষ্ট্রবিরোধী উস্কানিমূলক ও ঔদ্ধত্যপূর্ণ বক্তব্য এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানী গাজীপুর আদালতে নিজের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।  

শুক্রবার তাকে গাজীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ নাজমুন নাহারের আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।  

আদালতে স্বীকারোক্তি দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর।

গাজীপুর বোর্ড বাজার এলাকায় গত ১০ ফেব্রুয়ারি ওয়াজ মাহফিলে সরকারকে কটাক্ষ করে বক্তব্য দেন রফিকুল ইসলাম।

ওই ঘটনায় ৭ এপ্রিল রাতে গাছা থানায় র‌্যাব-১ এর ডিএডি আব্দুল খালেক বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন।

জ্যেষ্ঠ সহকারি কমিশনার শুভাশীষ ধর বলেন, গত ৭ এপ্রিল রফিকুল ইসলামকে নেত্রকোনায় তার বাড়ি থেকে গ্রেপ্তার করে র‌্যাব। গ্রেপ্তারের সময় চারটি মোবাইল ফোন জব্দ করা হয়। মোবাইলে বেশকিছু বিদেশি পর্নোভিডিও পাওয়া গেছে।

আটকের পরদিন রফিকুলকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের গাছা থানায় হস্তান্তর করে র‌্যাব।

news24bd.tv/আলী