১৪দিনের লকডাউনে মালয়েশিয়া

১৪দিনের লকডাউনে মালয়েশিয়া

Other

করোনা সংক্রমণের ধারাবাহিক বৃদ্ধি ঠেকাতে এবার সম্পূর্ণ লকডাউনের ঘোষণা দিয়েছে মালয়েশিয়া। দেশটির করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগামি ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত দেশব্যাপী এ লকডাউন ঘোষণা করা হয়।

শুক্রবার (২৮ মে) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একটি বিশেষ জাতীয় সুরক্ষা কাউন্সিলের বৈঠকে ১৪ দিনের পূর্ণাঙ্গ লকডাউন বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়।

এরপরই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ১ জুন থেকে এ ঘোষণা দেওয়া হয়।

এর আগে ৭ জুন পর্যন্ত এমিসও ঘোষণা করেছিল সরকার।

শুক্রবার (২৮ মে) রেকর্ড সংখ্যক (৮ হাজার ২৯০ জন) করোনা রোগী শনাক্তের দিনে জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে সভা শেষে এ ঘোষণা দেওয়া হয়।

news24bd.tv তৌহিদ